鐵路英雄:孟加拉鐵路保全英勇救回臥軌年輕人 獲國家表揚

影片截圖

影片截圖

近日,有一部影片在孟加拉爆紅,影片中顯示,監視器拍到一名鐵路員工在火車逼近時,救了躺在軌道上的年輕男子。救援者展現了他的敏捷反應及沉著冷靜,成功地把該名年輕人從鬼門關前拉了回來。

這名58歲的鐵路員工叫馬宗達(Billal Hossain Mazumder),他在達卡-納拉揚甘傑市(Dhaka-Narayanganj)鐵路線上的查夏拉車站(Chashara)擔任鐵路保全。2016年11月21日的早晨,當一台前往達卡的火車準備經過時,馬宗達正揮舞著旗子警告行人遠離軌道;突然間,26歲的侯賽因(Mamun Hossain)往鐵軌跑去,並躺在移動中的火車前方。當時馬宗達仍持續揮著他的旗子,並立刻決定跳到火車前方把侯賽因從鐵軌上拉走,對他倆來說,有任何一秒的延遲可能就會致命。事後才得知,侯賽因來自查夏拉的馬斯達利村(Masdail),他在與母親吵架後決定自殺。

在孟加拉,鐵路事故很常見,因為大約每2,500個平交道中、就有百分之四十無人看管,在過去的六年間,已有152人在鐵路事故中喪命。

馬宗達英勇的救援畫面被監視器記錄下來,並且被分享在孟加拉鐵路局的臉書粉絲專頁。影片迅速地便在不同的社交媒體平台上爆紅。

新聞記者瑞比( Ashif Entaz Rabi)認為-尤其是有鑑於馬宗達救人的無私行為-他或許沒有得到在這份工作上應得的尊重:

বিল্লাল রেলের একজন সাধারণ গেটম্যান। তার কাজ ট্রেন এলে লাল কাপড় উড়ানো।

সেই ১৯৮৪ সাল থেকে তিনি রেলের গেটম্যান। তখন বেতন পেতেন ২৪ শত টাকা। বত্রিশ বছরে বেতন অনেক বেড়েছে। এখন তিনি বেতন পান ৭ হাজার টাকা। এই টাকায় কী করে একটি লোকের পরিবার চলে, আমি ঠিক জানি না।

ও আরেকটি কথা, গত ৩২ বছরেও বিল্লালের চাকরি স্থায়ী হয়নি।

Billal is a casual gateman of Bangladesh Railway. His job is to wave a red flag when the train comes.

He is on the job since 1984 and started with a salary of BDT 2,400 (USD 94, according to 1984's exchange rate) per month. After 32 years, he got a salary of BDT 7,000 (USD 90, according to 2016's exchange rate) per month. How he can sustain his family with this meagre amount, I don't know.

Oh, and his post has not been made permanent in the past 32 years.

馬宗達是孟加拉鐵路的臨時鐵路保全,他的工作是當有火車來時要揮動紅旗。

他在1984年起即開始從事這份工作,起初開始他的月薪為2,400孟加拉塔卡(根據1984年的匯率換算後約為94美元),而32年後他的月薪是7,000孟加拉塔卡(根據2016年的匯率換算後為90美元),我不知道他怎麼能夠靠怎麼少的薪水養家活口。

噢對,即使經歷了32年,他仍然僅是「臨時」鐵路保全。

亞蘭(Tareq Alam)在臉書上表示希望能有更多像馬宗達一樣的人:

পথেঘাটে বিপদগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে না এসে তাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে যাওয়া অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি বা সেলফি তোলার এক নির্মম রেওয়াজ শুরু হয়েছে আজকাল। এমন একটি হতাশাজনক বাস্তবতার ভেতর ব্যতিক্রম অথচ সেটাই সঙ্গত ও স্বাভাবিকÑ এমন কিছু উদাহরণ সৃষ্টি হলে তা সমাজে গভীর প্রভাব রাখতে সক্ষম হয়।

Nowadays it has become a norm that passersby do not come forward and help people in danger on the streets, they take pictures or selfies instead. In this sad reality, if we see good examples of helping others like this, which should be the norm, it makes a great impact on the society.

現在的路人不肯幫助在街上遇到危難的人,他們只顧著拍照或自拍,這已經變成一種常態。在這令人沮喪的現實世界中,像這樣幫助他人的典範應該變成常態,這樣的例子能為社會帶來正面的影響。

艾哈邁德(Salahuddin Ahammad)也向馬宗達致敬:

কিছু কিছু সাহসী ও আন্তরিক মানুষের জন্য পৃথিবীকে অনেক সুন্দর মনে হয়। মানবিক এই কাজের জন্য গেট্ম্যান বিল্লালের প্রতি শ্রদ্ধা ও সম্মান।

The world seems better and nicer because of the acts of a few brave and earnest people. My respect to Gateman Billal for his act of humanity.

因為有了那些勇敢且熱心的少數人,這世界似乎變得更美好了,我向馬宗達人道的表現致敬。

貝寧(Abu Benin)則呼籲大家多關心這個企圖自殺的男人:

এইরূপ অবস্থা থেকে বাঁচাতে পারলে নিকট আত্নীয় যদি পাশে থাকে তাহলে তারা অথবা আইনশৃঙ্খলা বাহিনী, দমকল বাহিনী, যারাই হোক লোকটিকে সাথে সাথে সমবেদনা জানায়, বুকের সাথে জড়িয়ে নেয়, মাথায় হাত বুলিয়ে তাকে আশ্বাস দেয়, ভালবাসা দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করে, কারণ একজন মানুষ সুস্থ মস্তিস্কে কখনো আত্নহত্যার সিদ্ধান্ত নেয় না।

কিন্তু নারায়নগঞ্জের এই ঘটনায় দেখলাম, লোকটিকে রেল লাইনের বাইরে আনার সাথে সাথে পাশ থেকে জনৈক পুলিশ দৌঁড়িয়ে গিয়ে তাকে লাঠিপেটা শুরু করলো। যেই লোক নিজের জীবন শেষ করে ফেলতে চায়, তাকে লাঠিপেটা করে শায়েস্তা করতে চায় এই পুলিশ!

 

如果有個人被奇蹟似的拯救了,那在他身邊的人-像是朋友、執法者或是救援隊都應該擁抱他、安慰他、試著讓每件事充滿愛,因為若不是身處麻煩,他不會做出自殺的決定。

但從這個影片我們看到,當他被救回來時,一名警察馬上衝向他且開始毆打他,警察想試著透過毆打來教育他嗎?

孟加拉向這位勇敢救人卻謙虛的鐵路英雄致敬。

孟加拉鐵路部門已公開表揚馬宗達的行為,並且贈與他一些衣服及10萬孟加拉塔卡(約計1,275美元)。鐵路部長保證他們會嘗試讓馬宗達的工作轉為正職、或者至少確保他的小孩能夠根據其個人資格在鐵路部獲得一份工作。


校對:FangLing

展開對話

作者請 登入 »

須知

  • 留言請互相尊重. 內含仇恨、猥褻與人身攻擊之言論恕無法留言於此.